বাঘায় ফ্রি চক্ষু শিবির সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৫, ৯:২১:০৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে চক্ষু শিবির চলে বিকেল ৪টা পর্যন্ত। চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল। বাঘার চক্ষু ক্যাম্প পরিচালনা পরিষদের আহবায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস।
বক্তব্য রাখেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের ম্যানেজার আবুল কাশেম, হিলফুল ফুজুল হ্যাল্পিং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, নজরুল ইসলাম, জুয়েল আহমদ বাদশা। ফ্রি চক্ষু শিবিরে প্রায় ৪০০জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও গরীব অসহায় রোগীদের ফ্রি চশমা ও ঔষধ বিতরণ করা হয় এবং ৪০ জন রোগী অপারেশনের জন্য শনাক্ত করা হয়। তাদে সিলেটে নিয়ে চোখের ছানি অপারেশন করানো হবে।