নবীগঞ্জে ইক্বরা ইন্টারন্যাশনালের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৬:০১:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ইক্বরা ইন্টারন্যাশনালের শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আওতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুটি স্থানে রোববার শীতার্তদের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী স্কলার ও রাজনীতিবিদ আজমল মসরুর। বিশেষ অতিথি ছিলেন ইক্বরা ইন্টারন্যাশনাল ইউকে’র সেক্রেটারী শাহ রেদওয়ানুর রহমান ও ইসলামী শিক্ষা উন্নয়ন সোসাইটি হবিগঞ্জের চেয়ারম্যান শাহজাহান আলী।
এরমধ্যে নবীগঞ্জ পৌরসভার দারুল হিকমা মাদ্রাসা প্রাঙ্গনের বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন। এছাড়া উপজেলার অভয়নগরস্থ আরমান উল্লাহ ইসলামী একাডেমি প্রাঙ্গনে অপর বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি আজমল মসরুর ইক্বরা ইন্টারন্যাশনালের শীতবস্ত্র কর্মসূচীর আওতায় মানবকল্যাণ কার্যক্রম অব্যহত রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন সেবামূলক কর্মকান্ড ও আর্তমানবতার কল্যাণে কাজ করে এই সংগঠন ইতিমধ্যেও যে মানুষের মনে স্থান করে নেওয়া যায় ইক্বরা ইন্টারন্যাশনার তার এক উজ¦ল দৃষ্টান্ত। আমি আশাকরি ইক্বারা’র এই সেবামূলক কর্মকান্ড দেখে সমাজের অন্যান্য অবস্থা সম্পন্ন মানুষ ও প্রবাসীরা এগিয়ে আসবেন। সবার সম্মিলিত প্রচেষ্টা সমাজ থেকে দারিদ্র দূর করতে ভূমিকা রাখবে।
উভয় অনুষ্ঠানে দারুল হিকমা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান এবং ইক্বরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের প্রচার সম্পাদক মঈন উদ্দিন মনজুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।