দোয়ারায় ব্লাড ডোনার্স গ্রুপের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৮:২৯:২১ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুরস্থ বাংলাবাজারে স্বেচ্ছাসেবী সংগঠন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় শনিবার দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে।
সংগঠনের সভাপতি মুহাম্মদ আজাদ হোসাইন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন।ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিদর্শন করেন বাংলাদেশ বিমান বাহিনী ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জাকির হোসেন, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য গোলাম হোসেন। ব্লাড গ্রুপিং নির্ণয় করেন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ব্লাড ডোনার্স গ্রুপের স্বেচ্ছাসেবক মোহাম্মদ আব্দুল জলিল (ডিএমএফ), নজরুল ইসলাম তারেক (নার্সিং স্টুডেন্ট), পারভীন বেগম, মিজানুর রহমান রুহেল, বসুরাম দাস, মোঃ মনির হোসেন, মোঃ আজাদ, জুনায়েদ, নাইম,শাখাওয়াত,রুহিত দাস, ফয়সাল, জাবেদ, জুয়েল আহমেদ রানা, বিল্লাল, সুফিয়ান, কাউসার, আল-অমিন প্রমুখ।