গোলাপগঞ্জে শীতার্তদের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৮:৪১:১৭ অপরাহ্ন
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের রক্তদাতা সংগঠন ‘জীবন’ এর সদস্যদের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ থানার রণিখাইল, রাঙ্গাডহর বাজার ও আমুড়া এলাকায় রোববার তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা প্রতি বছর এ ধরনের সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে থাকি। সিলেটের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠার শুরু থেকে কাজ করে যাচ্ছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর আবু আহমদ সিদ্দিকি, সহকারী পরিচালক ডাঃ মুনতাসীর আলম রাহিমী, ডাঃ তানভীর হোসেন চৌধুরী, ‘জীবন’ এর সভাপতি ডাঃ আশরাফুল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক ডাঃ আতিউল্লাহ। বিজ্ঞপ্তি