সিলেট বিবেকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৯:১৩:২৮ অপরাহ্ন
খান টি এস্টেট চিকনাগুলে ‘সিলেট বিবেক’ এর উদ্যোগে শনিবার দরিদ্র অসহায় চা-শ্রমিক ও তাদের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিকনাগুল খান টি এস্টেটের ম্যানেজার মুজিবুর রহমান।
সিলেট বিবেক এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব এর সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক কবি সুমন বনিকের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি নীরেশ চন্দ্র দাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, শীতবস্ত্র বিতরণ উপকমিটির আহবায়ক প্রফেসর অরুণ চন্দ্র পাল, সংগঠনের সহ সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর ও সাধারণ সম্পাদিকা শিক্ষয়িত্রী শীলা চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সুব্রত দেব, কোষাধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র চন্দ, সাংস্কৃতিক সম্পাদক সংগীত শিল্পী প্রদীপ কুমার দে, কার্যনির্বাহী সদস্য অসিত কুমার সূত্রধর, আজীবন সদস্য অজিত কুমার ভট্টাচার্য্য, রমাকান্ত গুপ্ত রুপু, প্রকৌশলী নিতাই পাল প্রমুখ। অনুষ্ঠানে দরিদ্র চা শ্রমিকদের মধ্যে ৫০ জন নারী, ৫০ জন পুরুষ ও ৫০ জন শিশুদের শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি