জৈন্তাপুরে ভারতীয় রয়েল এনফিল্ড বাইকসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৯:২৮:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জৈন্তাপুর উপজেলায় একটি ভারতীয় রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল বহনকারী একটি ডিআই মিনি ট্রাকও জব্দ করা হয়। শনিবার (১১ জানুয়ারি) রাত তিনটার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান প্রতিরোধ বিষয়ের অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সীমান্ত অতিক্রম করে বিশেষ কৌশলে চোরাকারবারি দলের সদস্যরা ১টি ভারতীয় রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি মোটরসাইকেল নিয়ে সিলেটের দিকে যাচ্ছে। এরপর সিলেট তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ডিআই মিনি ট্রাকে করে সীমান্ত হতে নিয়ে আসা ভারতীয় মোটরসাইকেলসহ দুজনকে আটক করে।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) ও একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)। জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।