টানা ২য় জয়ে ট্রপির স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিলেট
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৯:৩৬:১৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে চতুর্থ ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। এবার নিজেদের পঞ্চম ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখলো তারা। খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা তিন হারের বিপরীতে টানা দ্বিতীয় জয় পেলো আরিফুল হকের দল। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয় দেখলো মেহেদী হাসান মিরাজের দল।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে খুলনা। এতে ৮ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
বড় লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুতে মোহাম্মদ নাইম, ইমরুল কায়েসকে হারিয়ে বিপাকে পড়ে খুলনা টাইগার্স। নাইম শেখ ৯ বলে ১১ করতে পারলেও ইমরুল কায়েস উইকেট হারান কেবল ২ রানে। এরপর রিস টপলির বলে ফিরতি ক্যাচ তুলে ফেরা খুলনার আফগান ব্যাটার দারউইশ রাসুলির ব্যাট থেকে আসে ১৫ রান।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিদায়ে আরও বিপাকে পড়ে দলটি। ১৪ বল খেলা মিরাজ ১৫ রানের বেশি করতে পারেননি। তবে ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন মোহাম্মদ নওয়াজ। অপর প্রান্তে অবশ্য মাহিদুল ইসলাম অংকন নিজের সর্বোচ্চ চেষ্টাটা করে যান।
জয়ের জন্য শেষ ৬ বলে ১৯ রান দরকার ছিল খুলনা টাইগার্সের। স্ট্রাইকে থাকা মাহিদুল ইসলাম ১৬ বলে ২৮ করে রান আউটের ফাঁদে পড়লে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে খুলনা টাইগার্সের ইনিংস। তাতে ৮ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স।
এ দিন ৪ ওভার করে হাত ঘুরিয়ে রুয়েল মিয়া ২৮ রানে ২ উইকেট, টপলি ৪৫ রানে ২ উইকেট ও তানজিম হাসান সাকিব ৪৫ রানে ২ উইকেট পান। এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। পাওয়ারপ্লের ৬ ওভারে মোটে ২১ রান তোলে তারা। বিপরীতে রাহকিম কর্নওয়াল ও জর্জ মানসির উইকেট হারায় তারা। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন রনি তালুকদার ও জাকির হাসান। তাদের ১০৬ রানের জুটিতে বিপর্যয় কাটায় স্বাগতিকরা। ১৫ রানে দ্বিতীয় উইকেট হারানো দলটি দলীয় ১২১ রানে তৃতীয় উইকেট হারায়। ৪৪ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন রনি।
রনি ফেরার পরও স্কোরশিট সচল রাখেন জাকির। ৬ বলে ২০ রানের ক্যামিওতে তাকে দুর্দান্ত সঙ্গ দেন অ্যারন জোন্স। শেষদিকে অধিনায়ক আরিফুল হকের ১২ বলে অপরাজিত ২০ রানে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। আর ৩ চার ও ৬ ছক্কায় ৪৬ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন জাকির। খুলনার হয়ে আবু হায়দার রনি ও জিয়াউর দুটি করে এবং নাসুম একটি উইকেট নেন।