কানাইঘাটের ২ ইউনিয়নে ইক্বরা’র শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ৫:৫১:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ইক্বরা ইন্টারন্যাশনালের শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আওতায় সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ও লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে সোমবার শীতার্তদের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। উভয় স্থানে অতিথি ছিলেন ইক্বরা ইন্টারন্যাশনাল ইউকে’র সেক্রেটারী শাহ রেদওয়ানুর রহমান, বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারী বদরুল আমীন হারুন এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মাওলানা কামাল উদ্দিন।
বড়চতুলে বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীর মামুন রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমদ, কবীর আহমদ, নুরুল ইসলাম। অপরদিকে লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন হাফিজ মাওলানা আবুল খায়ের। উপস্থিত ছিলেন হাফিজ ডা. ওলিউর রহমান।