শ্রীমঙ্গলে শেষ হলো হারমোনি ফেস্টিভ্যাল
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ৬:২৫:০৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মনিপুরীদের রাধাকৃষ্ণ নৃত্য দিয়ে শেষ হলো ঐতিহাসিক ‘হারমোনি ফেস্টিভ্যাল’। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার ২৬ টি নৃ-জাতি গোষ্ঠী তাদের জীবন ও সংস্কৃতির মেলবন্ধনে একমঞ্চে ছিল গত তিনদিন।
রোববার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সমাপনী বক্তব্যের পর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, ২০২৬ সালের জানুয়ারীর শেষ সপ্তাহে আরো গোছালো এবং বড় পরিসরে আয়োজন করা হবে এ অঞ্চলের নৃ-জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির এ উৎসব। গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে শ্রীমঙ্গলের কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসব উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলেছে উৎসব। এখানে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন উপকরণের মেলাও অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের শেষদিন চা-জনগোষ্ঠীর মুন্ডা অধিবাসীর মুন্ডারী নৃত্য, এরপর দুপুরে বুনার্জীদের উড়িয়া ভজন, গড়াইত নৃত্য, রাজবল্ববদের উড়িয়া নৃত্য, শবরদের পত্র সওরা নৃত্য, ঝুমুর নৃত্য, কুই নৃত্য, লাগরে নৃত্য, ওড়াও নৃত্য, জুম নৃত্য, গারোদের সেরেনজিং নৃত্য, বৈশ্য নৃত্য, খাসি দলীয় নৃত্য, ধামাইল নৃত্য, গারোদের মান্দি নৃত্য এবং সবশেষে মনিপুরীদের রাধাকৃষ্ণ নৃত্য দিয়ে উৎসব শেষ হয়।