মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ৬:৩৩:৫৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে খাদ্য কর্মীদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে সোমবার নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব শ্রাবস্তী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শামসুদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে কর্মরত মনিটরিং অফিসার ইস্পাত ওয়াহেদ বিন রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন হোটেল রেস্তোরাঁ মালিক রাঁধুনী বেকারি মালিক ও মিষ্টি প্রস্তুতকারী কারখানা মালিকবৃন্দ৷