যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ৭:২৩:১৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফ্রেন্ডস ফোরাম জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ফ্রেন্ডস ফোরামের আহবায়ক এম মুহিবুর রহমান মুহিব’র সভাপতিত্বে ও সদস্য আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন। বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন’র স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, আনন্দ পাঠশালার সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী, আলতাফুর রহমান, সাংবাদিক মামুনুর রশীদ, খিজির মোঃ জুলফিকার, আশরাফুল ইসলাম তানভীর ও রেদওয়ান আহমদ ছামী প্রমুখ।