সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য সংগ্রহ শুরু
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ৭:২৪:১০ অপরাহ্ন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ শুরু হয়েছে। সোমবার সিলেটের চৌহাট্টা পয়েন্টে সদস্য সংগ্রহ করেন সংগঠনের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সাংগঠনিক সম্পাদক দোয়েল রায়, দপ্তর সম্পাদক মিসবা খান, সুমাইয়া আক্তার, উৎস কান্তি দাস, সজীব আহমেদ, মনিরুজ্জামান মনির, আরাত আহমেদ ও সালমান প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, একটি বৈষম্যহীন সমাজ নির্মাণের আকাঙ্খা নিয়ে ছাত্র জনতা জুলাই অভ্যুত্থান সংঘটিত করে। অভ্যুত্থানের পর বিভিন্ন সংস্কারের কথা সামনে এলেও এখন পর্যন্ত ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করা হয়নি। শিক্ষাক্ষেত্রে চালু আছে ‘টাকা যার, শিক্ষা তার’ নীতি। নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের ন্যায় বাড়ছে শিক্ষা উপকরণের দাম। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সকল স্তরে অব্যাহত আছে বাণিজ্যিকীকরণের নীতি। শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে লড়াই করছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বিজ্ঞপ্তি