আফতারা বিবি ট্রাষ্টের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ৭:২৯:৪৮ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সমাজের বিত্তশালীদের সম্পদের উপর অসহায়-গরীর মানুষের হক রয়েছে। তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজের অসহায়-দরিদ্র, গরীব মানুষের হক রয়েছে বিত্তশালীদের উপর, সেই সম্পদের অংশ আমরা অনেকই সঠিকভাবে বণ্টন করিনা এটিই বাস্তবতা।মরহুমা আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের উদ্যোগে তিন শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এডভোকেট আখতার বক্স জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুজ্জামান দিপুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন নুরিয়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ মাওলানা মাছুম বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন আফতারা বিবি ট্রাষ্টের চেয়ারম্যান ইসলাম রাজা চৌধুরী, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), নরশিংটিলা এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মঈনুল হক চৌধুরী, সহ সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল হক, কলামিস্ট আকলিছ আহমদ চৌধুরী, আবু সুফিয়ান, আলী আকবর, ইসলাম উদ্দিন, ছাদির হোসেন, রফিকুল ইসলাম খোকন, আহমদ নেওয়াজ কল্লোল, আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম আলমগীর ও সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি