হুফফাজ কল্যাণ সোসাইটির হিফজুল কুরআন প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ৮:৫১:১২ অপরাহ্ন
হুফফাজ কল্যাণ সোসাইটি সিলেট বাংলাদেশ এর উদ্যোগে মাওলানা কাজী আব্দুল হক (রহ.) স্মরণে বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা, প্রবীণ হিফজ শিক্ষক সম্মাননা, কৃতী ছাত্র সংবর্ধনা ও জাতীয় ক্বিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার চারখাই কাকুরা নাটেশ্বর মাওলানা কাজী আব্দুল হক (রহ.) হাফিজিয়া মাদরাসা মাঠে সকাল ১০ টা থেকে জেলা অডিশনে ইয়েস কার্ডপ্রাপ্ত ৬৫ জনকে নিয়ে দ্বিতীয় বাছাই এবং বাদ আছর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিশ্ববিখ্যাত ক্বারি ও আন্তর্জাতিক বিচারক শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী বিচারকের দায়িত্ব পালন করেন।
মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আন্তর্জাতিক শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী, শায়খ আহমদ হাসান লন্ডন, ক্বরী জহিরুল ইসলাম সিলেট, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, বিশ্বজয়ী হাফেজ ক্বারী জাকারিয়া ও বিশ্বজয়ী হাফেজ হোসাইন আহমদ।নাশীদ পরিবেশন করেন খায়রুল বাশার দিলওয়ার আকরাম বিন বাহার ফয়েজ আহমদ শাহরুখ ও রেজাউল ইসলাম। এর আগে ৬ জানুয়ারি সিলেট জেলা, ৭ জানুয়ারি হবিগঞ্জ, ৮ জানুয়ারি মৌলভীবাজার ও ৯ জানুয়ারি সুনামগঞ্জ জেলা অডিশন সম্পন্ন হয়। ৩ শতাধিক প্রতিযোগি চার জেলায় অংশগ্রহণ করে।
ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ সকল প্রতিযোগিকে আল হারামাইন হসপিটাল হেলথ সাপোর্ট কার্ড, নগদ অর্থ, ৩ জন কৃতী ছাত্রকে নগদ অর্থ ও সম্মাননা, প্রবীণ হিফজ শিক্ষকদের সম্মাননা ও নগদ পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়। সকল পুরস্কারে স্পনসর করেন মাওলানা আব্দুল হক (রহ.) পরিবার।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোঃ ওলিউর রহমান, ব্যবসায়ী আফতাব উদ্দিন, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, গবেষক মাওলানা রুহুল আমিন সাদী, আল হারামাইন হাসপাতালের ডিরেক্টর নাহিয়ান চৌধুরী, মারকাজুল উলুম মেজরটিলা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল্লাহ চৌধুরী ও মাওলানা হাবিব আহমদ শিহাব।
মাহফিলে সভাপতিত্ব করেন হুফফাজ কল্যাণ সোসাইটি সিলেট বাংলাদেশ এর সভাপতি হাফিজ আখতার হোসাইন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তানভীর আহমদ ও উপস্থাপক মীম সুফিয়ান। বিজ্ঞপ্তি