ঘরের মাঠে হার দিয়েই শেষ সিলেটের
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫, ৯:১৫:৫৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্স তাদের যাত্রা শুরু করেছিল রংপুরের কাছে ৮ উইকেটে হেরে। সেই ধারবাহিকতা বজায় রেখে শেষও করলো ৩০ রানে চিটাগাং কিংসের কাছে হেরে।সোমবার (১৩ জানুয়ারি) চিটাগাং কিংসের ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ১৭৩ রান করেতে পেরেছে সিলেট। ফলে হারতে হয়েছে ৩০ রানের ব্যবধানে। ২০৪ রানের লক্ষ্য জবাব দিতে নেমে ৫০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সিলেট। রনি তালুকদার ৭, জাকির হাসান ২৫ তবে পল স্টার্লি রানের খাতা খুলতেই ব্যর্থ হন। ৬৪ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা ১৮ বলে ১৫ রান করা অ্যারন জোন্স।
সেখান থেকে চাপ সামাল দেওয়ার লক্ষ্যে ৬২ রানের জুটি গড়েন জর্জ মান্সি ও জাকের আলি। মান্সি ৩৭ বলে ৫২ রান করে আউট হলে জাকেরে জয়ের স্বপ্ন দেখতে থাকেন সিলেট। ব্যর্থ হন অধিনায়ক আরিফুল হক ১২ রানে আউট হয়ে। রানের খাতা খুলতে পারেননি তানজিম হাসান সাকিব। শেষ পর্যন্ত জাকের ২৩ বলে ৪৭ রান করে অপরাজিত থাকলেও তার করতে পেরেছে ৮ উইকেট হারিয়ে ১৭৩। যাতে তাদের পরাজয় ৩০ রান।
চিটাগাংয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম। ২ উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম। ১টি করে উইকেট গেছে খালেদ, নাবিল ও শরিফুলের ঝুলিতে। এর আগে, টস হেরে সিলেটের আমন্ত্রণে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়েন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। উসমান দলীয় ১০০ রানে বিদায় নেন ৫৩ রান করে। তার বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় কিংস। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন দলীয় ৩২ রানেই মাত্র ৭ রান করে আউট হন। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও গ্রাহাম ক্লার্কের জুটি হয় ৪৮ রানের। ৩৩ বলে ৬০ রান করে গ্রাহাম ক্লার্ক আউট হন দলীয় ১৪৮ রানে। মিঠুনের ব্যাটে আসে ১৯ বলে ২৮। আর শেষদিকে হায়দার আলীর ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসে ২০৩ রানের বড় পুঁজি পায় চট্টগ্রামের দলটি। সিলেটের হয়ে তানজিম সাকিব শিকার করেন ২ উইকেট। নাহিদুল, রুয়েল ও আরিফুল শিকার করেন সমান ১টি করে উইকেট।