শাহজালাল জামেয়ায় বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৬:২২:৩০ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং ক্রীড়া কমিটির আহবায়ক মোখলেছুর রহমান খান এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী আজমল হোসেন মাসরুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল ও কলেজ সেকশনের ইনচার্জ সহকারি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা হলো পাঠ্যক্রমের একটা অংশ। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও অংশ নিতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মেধাবী ও যোগ্য নাগরিকের বিকল্প নেই।
বিশেষ অতিথি আজমল হোসেন মাসরুর অত্র প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনের তাগিদ প্রদান করেন। পরে অতিথিবৃন্দ বেলুন উড্ডয়নের মাধ্যমে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এর আগে সকাল ৯ টায় বালিকা শাখার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। এতে বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নুরী চৌধুরী, প্রাথমিক বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর জাহানারা বেগম আক্তার ও ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভিন। বিজ্ঞপ্তি