জকিগঞ্জে ফুলতলীর ঈসালে সওয়াব মাহফিল আজ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:১৯:১৭ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:
আজ বুধবার জকিগঞ্জের বালাই হাওরে অনুষ্ঠিত হবে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী এর ১৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈসালে সওয়াব মাহফিল। মাহফিল উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
আয়োজক কমিটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সকাল ১০টায় ফুলতলী (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দু’আর মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারি, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।
এদিকে, মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।