বড়লেখায় তারুণ্যের উৎসবে র্যালি
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৬:৫৬:০৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার তারুণ্যের উৎসব উপলক্ষে পৌরশহরে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। এছাড়া পৌরশহরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও পৌর সহকারি প্রকৌশলী আনোয়ার সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব ও মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার প্রমুখ।