গোয়াইনঘাটে বিজ্ঞান মেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৭:১৭:৪৬ অপরাহ্ন

Exif_JPEG_420
গোয়াইনঘাট প্রতিনিধি:
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক স্লোগানে সিলেটের গোয়াইনঘাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় গোয়াইনঘাট বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।
কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণির সভাপতিত্বে ও সিএ লুৎফুর রহমানের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও সাইদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওছার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুর হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক, গোয়াইনঘাট সোনালী ব্যাংকের ম্যানেজার আবুল কালাম ও সাবেক ম্যানেজার শফিকুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১টি স্টল প্রদর্শিত হয়। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।