সিকৃবিতে জলবায়ু পরিবর্তন শীর্ষক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৭:২১:৪২ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সিকৃিবর ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্বাভাবিক জীবন যাত্রা আজ হুমকির সন্মুখীন। কর্মশালায় প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা আবহাওয়ার বৈষিক সমস্যা সমাধানের জন্য নতুন নতুন ধারণা আদান প্রদান করেন ।
প্রশিক্ষণ কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার এ কেএম নুরুজ্জামান। দিনব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০ শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি