মাঘের শুরু, তাপমাত্রা কমার আভাস
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:২৫:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কথায় আছে ‘মাঘের শীতে বাঘ পালায়’। আজ শুরু হলো সেই মাঘ মাস। পৌষের শেষ ২৮ ও ২৯তম দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও শেষ দিনে এসে তাপমাত্রা কমার আভাস মিলেছে।
গতকাল দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। জেঁকে বসেছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়ছেন এই জনপদের মানুষ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা তিন দিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ার পর আজ বুধবার থেকে তাপমাত্রা আবার কমতে পারে। দুই দিন এ অবস্থা চলতে পারে। তবে এ দফায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।
গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরশু সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই অনুযায়ী দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। কিন্তু সিলেটসহ দেশের অন্যত্র তাপমাত্রা মোটামুটি আগের দিনের মতোই আছে। কিছু স্থানে বেড়েছে।
মঙ্গলবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরশু সোমবারও তা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সিলেট নগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, সোমবারের সঙ্গে মঙ্গলবারের তাপমাত্রার তেমন কোনো হেরফের না হলেও আজ বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে। পরপর দুই দিন তাপমাত্রা এভাবে কমতে পারে। তবে দুই দিন পর তাপমাত্রা আবার বাড়তে পারে। আবার শনিবার থেকে (১৮ জানুয়ারি) তাপমাত্রা কমে যেতে পারে। তখনো তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ডিসেম্বরে সার্বিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৭ শতাংশ বেশি ছিল। তবে এ মাসের একেবারে শেষ দিকে শীতের তীব্রতা বাড়তে শুরু করে। কয়েক দিন থাকার পর তা আবার কমে আসে। মাঝে দিন তিনেক ঘন কুয়াশাও ছিল। এরপর শীত কমেছে আবার বেড়েছে। তিন দিন মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর গত রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে।