গোয়াইনঘাটে মিডবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৮:৩৫:৩৩ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির বিকাশ ও প্রসারের যুগ। তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে পারলে তারা অনেক খারাপ দিক থেকে দূরে থাকতে পারবে। তাই সময়ের দাবীর প্রেক্ষিতে সকল স্তরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেয়ার মানসিকতা তৈরী করা উচিত।
তিনি মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাও ইউনিয়নে বৈশাখী স্পোর্টিং ক্লাব আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বৈশাখী স্পোর্টিং ক্লাবের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, আলীর গাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তছলিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি