সিলেটে ছন্দময় বিপিএল
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৮:৩০:০৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বিপিএল তার ছন্দ ও অলঙ্কার যেন ফিরে পায় সিলেটের খেলায়। বিপিএলের সিলেট পর্ব প্রায় শতভাগই সেই দিক থেকে সফল। হাত খুলে রান তুলেছেন ব্যাটাররা, চার-ছক্কায় গ্যালারি ভেসেছে উল্লাসে। প্রতিদিনই মাঠে এসে সেই উল্লাসকে ভারি করেছেন সিলেটের ক্রিকেট প্রেমীরা।
বিপিএলের সিলেট পর্ব শেষ হয়েছে দারুণ উত্তেজনা ও রেকর্ড গড়ার মধ্য দিয়ে। ঢাকার পর সিলেটের জাকির হাসানের ব্যাটে ছক্কার বৃষ্টি, তাসকিন আহমেদের আগুনে বোলিং, আর ২০০ রানের বেশি স্কোরের ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।
সিলেট পর্ব শেষে ব্যাটিং তালিকার শীর্ষে সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। ৬ ম্যাচে ২৫১ রান করে তিনি টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান সংগ্রাহক। তার ব্যাট থেকে এসেছে তিনটি ফিফটি, ১৪৯.৪০ স্ট্রাইক রেটে তিনি মেরেছেন ১৪টি ছক্কা।
দ্বিতীয় স্থানে রয়েছেন চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খান। ৪ ইনিংসে ২৪৯ রান করে মাত্র ২ রানে পিছিয়ে আছেন জাকিরের থেকে। উসমানের ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরিও।
ঢাকা ক্যাপিটালসের দুই সেঞ্চুরিয়ান তানজিদ হাসান (২৪৬) এবং লিটন দাস (২৪০) আছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। বিশেষ করে, লিটনের শেষ দুই ম্যাচে করা ১৯৮ রান নজর কেড়েছে। রংপুর রাইডার্সের সাইফ হাসান ২২৮ রান নিয়ে আছেন পঞ্চম স্থানে।
বোলারদের লড়াইয়ে শীর্ষে আছেন তাসকিন। ৬ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন এই পেসার। এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সের পাশাপাশি তার ইকোনমি ৬.৭২।
দ্বিতীয় স্থানে খুলনা টাইগার্সের আবু হায়দার এবং তৃতীয় স্থানে সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান, দুজনই ১১টি করে উইকেট নিয়েছেন। স্পিনারদের মধ্যে সবচেয়ে সফল খুশদিল শাহ ও মেহেদী হাসান, দুজনেই নিয়েছেন ৯টি করে উইকেট।
ঢাকা ও সিলেটের পর এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে বিপিএলের তৃতীয় পর্ব। সেখানেও ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটের মতো চট্টগ্রামও কি উপহার দেবে নতুন রেকর্ড? এখন দেখার পালা।
টুর্নামেন্টের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স। সাত ম্যাচে টানা সাত জয় নিয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে, টানা ছয় ম্যাচ হারার পর অবশেষে সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের উত্তেজনা আর রেকর্ডে ভরপুর পরবর্তী ম্যাচগুলো দেখার জন্য মুখিয়ে রয়েছে সমর্থকরা।