র্যাবের হাতে হত্যা মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৯:২৬:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাই থেকে সিলেটের কোম্পানীগঞ্জের একটি হত্যা মামলার আসামীকে আটক করেছে র্যাব-৯। সোমবার দিবাগত রাত ৩টার দিকে দিরাই উপজেলার রাজনগর বাজার এলাকা থেকে মো. আছাব আলীকে (৫৫) গ্রেফতার করা হয়। তিনি কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে এবং আলোচিত আতাউর রহমান হত্যা মামলার প্রধান আসামী।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেফতারকৃত আসামীকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ১৪ ডিসেম্বর দুপুরে কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা গ্রামের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিলেরখড় হাওড় থেকে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করা করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। গ্রেফতারকৃত আছাব আলী (৫৫) এই মামলার প্রধান আসামী।