শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচন স্থগিত
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ৫:২৯:২৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন তিন মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেছেন সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগ। একই সাথে গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য প্রেসক্লাব নির্বাচন কমিশনার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার এর নির্বাচন কমিশনারের প্রতি ৪ সপ্তাহের ভেতর প্রেসক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে নির্বাচনী তফশীল ঘোষণা করার কারণে কারণ দর্শানোর রুল ইস্যু করা হয়।
মঙ্গলবার হাইকোর্টের বিজয় ১নং কোর্টের বিচারপতি আকরাম হোসাইন চৌধুরী ও কে ও এম, রাসেদুজ্জামান এর দ্বৈত বেঞ্চ এ স্থগিতাদেশ ও রুল ইস্যু করেন। বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এদিকে হাইকোর্টের এ আদেশ পেয়ে ১৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য এ নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।