লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ৮:০২:০৯ অপরাহ্ন
লোভাছড়াসহ সকল পাথর কোয়ারি খুলে দেওয়ায় লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শোকরানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কানাইঘাটের মুলাগুল নয়াবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালিশী ব্যক্তিত্ব নূর উদ্দিন মড়া মিয়া, সংগঠনের অর্থ সম্পাদক শহীদুল্লাহ কাওছার। এছাড়াও সভায় লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ-জাতি ও শ্রমিকদের কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান।সভায় বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে বলেন, পাথর কোয়ারি খুলে দেওয়ায় শ্রমজীবী মেহনতি মানুষরা কাজকর্ম করে পরিবার পরিজন নিয়ে দু’মুঠো খাবার খেয়ে জীবনযাপনের সুযোগ পেয়েছেন। পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ায় বেকার দিনমজুররা যেমন আয় রোজগারের সুযোগ পেয়েছেন তেমনি সরকারের রাজস্ব খাত সমৃদ্ধ হবে। বিজ্ঞপ্তি