সিলেটে কমেছে তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ৮:৪২:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মাঘের প্রথমদিন বুধবার সিলেটের তাপমাত্রা কমেছে। সকাল থেকেই প্রকৃতি ছিল কুয়াশায় ঢাকা। তবে বেলা বাড়ার পর দেখা মিলে রোদের। ফলে দিনের বেলা মাঘের রেশ তেমন একটা দেখা যায়নি। তবে সন্ধ্যার পর ধীরে ধীরে গরম কমতে থাকে। ঘরে শীত তেমন একটা অনুভূত না হলেও বাইরে হিমেল হাওয়ার সাথে শীত বেশ অনুভূত হয়েছে। অপরদিকে শহরে মাঘের শীত তেমন একটা জেঁকে না বসলেও শহরতলী ও গ্রামাঞ্চলে বেশ শীত পড়েছে বলে জানান স্থানীয়রা। গতকাল বুধবার সিলেটের সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা আগেরদিন মঙ্গলবার ছিল ১৫ ডিগ্রি।