ছাতকে মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেনে নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৫:৩১:২৯ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকের ইসলামপুর ইউনিয়নে অবস্থিত মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেন এর ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান বুধবার কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজন করা হয়।
নোয়াগাঁও গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সমাজকর্মী মিনহাজুল আবেদীন রাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।
আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল নাসিম উদ্দিন, সমাজসেবী সোহেল মাহমুদ, মুরব্ব দুদু মিয়া, সামসুল ইসলাম লাল মিয়া, আনছার উদ্দিন, সাবেক ইউপি মেম্বার নূরুল ইসলাম, কামাল হোসেন মেম্বার, লিলু মিয়া, নূর উদ্দিন, কামিল আহমদ, কিন্ডারগার্টেনের রেক্টর মাছনুনা খানম মনি প্রমুখ।