অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৬:৩৬:৫৬ অপরাহ্ন
শাল্লা সংবাদদাতা: সুনামগঞ্জের শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ গেইট প্রাঙ্গণে মানববন্ধন করেন শাল্লা সরকারি কলেজের ছাত্র-শিক্ষকসহ স্থানীয়রা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, অরুণ চৌধুরী, কৃতিষ চন্দ্র দাস, মোজাম্মিল হক, আল-আমিন আহমেদ, কঙ্কন চৌধুরী, ছাত্রদের মধ্যে কয়েছ চৌধুরী, রাকিবুল হাসান, মিরাদ মিয়া, জহিরুল ইসলাম, আপন আহমেদ, নিহান আহমেদ ও সৌরভ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য গত ১৩ জানুয়ারি শাল্লা কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন শাল্লার ডুমরা গ্রামের রঞ্জিত সরকারের ছেলে সুধাকর সরকার।