বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৬:৪২:৫০ অপরাহ্ন
তেল গ্যাস আন্দোলনসহ বিভিন্ন ন্যায়সঙ্গত দাবী দাওয়া আদায়ের আন্দোলনের বলিষ্ট কন্ঠস্বর ল্যান্স নায়েক (অব.) বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া কমান্ডার এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা তোতা মিয়া গত বছর ১৬ জানুয়ারী ইন্তেকাল করেন।
বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাঘা গোলাপনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক জৈন্তাবার্তা’র নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম। সমাজকর্মী ছানু মিয়ার উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুর রউফ, আলাউদ্দিন, লাল মিয়া, জামাল উদ্দিন, হাফিজ উদ্দিন, বশির উদ্দিন, জুনেদ আহমদ, আবুল ফয়েজ, বুরহান উদ্দিন, আমির উদ্দিন ও মুসলিম মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়াসহ মুর্দেগানদের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন পরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান। বিজ্ঞপ্তি