চা শ্রমিকদের মাঝে ইক্বরা’র শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৭:১৯:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ইক্বরা ইন্টারন্যাশনালের শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার সিলেটে খাদিমনগর এলাকায় চা শ্রমিকদের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। এসময় ইক্বরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুকতাবিস-উন-নূর এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ শামিম আহমদ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আব্দুল বাতেন নাদের এবং সমাজসেবী আব্দুল কুদ্দুস।
এসময় প্রধান অতিথি বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে চা শ্রমিকদের স্বার্থরক্ষায় সমাজের সবার এগিয়ে আসা উচিত। তিনি ইক্বরা ইন্টারন্যাশনালের শীতবস্ত্র কর্মসূচীর আওতায় চা শ্রমিকদের কম্বল প্রদানের পাশাপাশি মানবকল্যাণ কার্যক্রম অব্যহত রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন আমি আশাকরি ইক্বারা’র এই সেবামূলক কর্মকান্ড দেখে সমাজের অন্যান্য অবস্থা সম্পন্ন মানুষ ও প্রবাসীরা আরো এগিয়ে আসবেন। সবার সম্মিলিত প্রচেষ্টা সমাজ থেকে দারিদ্র দূর করতে ভূমিকা রাখবে।
এসময় ইক্বরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুকতাবিস-উন-নূর বলেন, প্রায় ২ সপ্তাহ ধরে চলমান ইক্বরা’র শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর মাধ্যমে হাজার খানেক শীতার্ত মানুষের মাঝে ভালো মানের কম্বল বিতরণ করা হয়েছে। তিনি অসহায় মানুষের কল্যাণে ইক্বরা’র মানবিক অন্যান্য কার্যক্রম আগামীতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।