শাহজালাল জামেয়া কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৮:২০:৩২ অপরাহ্ন
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শামসুল আলম বলেছেন, ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না বরং মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বৃহস্পতিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, ইসলামী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ আমাদের সমাজে ভারসাম্যপূর্ণ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল ইসলাম শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য নির্ধারণ করে। শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদরাসা সেই পথেই অগ্রসর হচ্ছে।
জামেয়ার অধ্যক্ষ মাওলানা মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ ফারুক আহমদ ও ক্রীড়া কমিটির আহবায়ক প্রভাষক মতিউর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহজালাল দারুসসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ কুতুবুল আলম, জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সহকারী অধ্যাপক মাওলানা কমর উদ্দিন, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, সহকারী অধ্যাপক সালাহউদ্দিন আজমান, মুফতি মাওলানা আলী হায়দার এবং ক্রীড়া কমিটির সচিব মোহাম্মদ জালাল উদ্দীন। ছাত্র প্রতিনিধি কাওছার হামিদ ক্রীড়ার অভিজ্ঞতা শেয়ার করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ লুৎফুর রহমান তাঁর বক্তব্যে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কৃতিত্ব প্রমাণ করছে। এ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামেয়ার গভর্ণিং বডির অন্যতম সদস্য প্রফেসর সৈয়দ একরামুল হক এবং গোলাপগঞ্জ জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জামেয়ার ছাত্র হাফিজ জুনায়েদ আহমদ। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন ছাত্র আদনান তাহমিদ। বিজ্ঞপ্তি