শহীদ জিয়া ১ম ফুটসাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৮:২৩:৫০ অপরাহ্ন
কানাইঘাট উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের খেলাধুলার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বাস করতেন যে খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয় বরং এটি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শহীদ জিয়া ১ম ফুটসাল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া মঞ্চ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি শাহীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এবং পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আহমদের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখা সদস্য সচিব মন্তাক আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি জালাল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শমসের আলম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সিনিয়র সদস্য মো: সুজন মিয়া, কানাইঘাট পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ আহমদ হারিছ, জিয়া মঞ্চ কানাইঘাট পৌর শাখার সভাপতি এখলাছ উদ্দিন।
খেলায় বর্ণালি স্পোর্টিং ক্লাব বীরদলকে হারিয়ে পরান মির্জা স্পোর্টি ক্লাব জন্তিপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। বিজ্ঞপ্তি