সীমান্তে সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৯:১৮:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে এসব ভারতীয় চোরাই পণ্যের চালান জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান। বিজিবি সূত্র জানায়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা এবং সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দ, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর ও সোনারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ কমলা, চিনি, মহিষ গরু, কিসমিস, জিরা, সাবান ও মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ আটক করে। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার ৮৯ হাজার ২০০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয়েছে।