শাবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়াই হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৯:৪৭:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়াই এবার সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভুক্ত হয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে। আগামী ২৫ এপ্রিল গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।
এত দিন ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিয়েছে। কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবার আগেভাগেই গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তির কার্যক্রম শুরু করেছে। সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও আলাদাভাবে ভর্তির কার্যক্রম করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরও কয়েকটি একই পথে হাঁটতে যাচ্ছে। এ অবস্থায় ধারণা করা হচ্ছে, এবার ১৭ থেকে ১৮টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভুক্ত হয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে। খুব শিগগির কয়টি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছে থাকছে, তা চূড়ান্ত হবে।
এরই মধ্যে বুধবার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় ভর্তি পরীক্ষার সময় ঠিক করা হয়। তিন দিনে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ২৫ এপ্রিল সি ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা), ২ মে বি ইউনিটের (মানবিক) ও ৯ মে এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কবে আবেদন শুরু, আবেদন ফি কত হবে ইত্যাদি বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে বলে জানান অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ।
শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও খরচ কমাতে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছিল গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। ২০১৯-২০ শিক্ষাবর্ষে তা শুরু হয়। প্রথমে হয় কৃষি ও কৃষি শিক্ষাপ্রধান সাতটি বিশ্ববিদ্যালয়ে। এরপর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে। আর সর্বশেষ দেশের ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেয়।
এ প্রক্রিয়ায় ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়েই তাঁর যোগ্যতা ও পছন্দ অনুযায়ী গুচ্ছে থাকা যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন। কিন্তু এবার কয়েকটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তির কার্যক্রম করতে যাচ্ছে।