শনিবার থেকে কমতে পারে তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৯:৫১:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশের দু-এক স্থানে গতকাল তাপমাত্রা কমেছে, তবে বেশির ভাগ স্থানে প্রায় একই রকম ছিলো। এর মধ্যে সিলেটে তাপমাত্রা খানিকটা বেড়েছে।আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবারও তাপমাত্রা এমনই থাকবে। তবে কাল শনিবারের পর তাপমাত্রা আবার কমতে পারে। সে সময় শৈত্যপ্রবাহও শুরু হতে পারে।গতকাল বৃহস্পতিবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর পরশু এ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওদিকে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
যেসব অঞ্চলে শীত বেশি থাকে, সেই অঞ্চলগুলোতে গতকাল তাপমাত্রার তেমন হেরফের হয়নি ততটা। এর মধ্যে তাপমাত্রা আজও মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে, এমনটাই জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি বলেন, তবে কাল শনিবারের পর বা রোববার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। সেই সময় মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। ওই সময় দুই থেকে তিন দিন তাপমাত্রা কম থাকতে পারে।
রোববার থেকে শৈত্যপ্রবাহ হতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাবে সেটা একপ্রকার নিশ্চিত। তবে শৈত্যপ্রবাহ হবে কি না, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে। তাপমাত্রা কমে আসতে শুরু করলে তা মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের দিকে চলে যেতে পারে।