মালয়েশিয়ায় ৭ বাংলাদেশী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৯:৫৭:৫৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটা ভারু থেকে ৭ বাংলাদেশীসহ ১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। কেলানটানের ইমিগ্রেশন বিভাগ বুধবার শহরের আশেপাশে অপ কুটিপের মাধ্যমে ১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।
রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, এনফোর্সমেন্ট বিভাগের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে একজন মায়ানমার, একজন পাকিস্তানি, সাতজন বাংলাদেশী, চারজন ভারতীয় এবং দুইজন শ্রীলঙ্কান নাগরিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২১ থেকে ৫৫ বছর বয়সী অভিবাসীদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
মোহাম্মদ ইউসুফ খান জনসাধারণকে বিদেশীদের যেকোনো অবৈধ কার্যকলাপের তথ্য প্রদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের সুরক্ষার জন্য যে কোনও পক্ষই উদ্যোগী এবং সহায়তাকারী, তাদের বিরুদ্ধে কঠোর এবং আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।