ছাতকে প্রবাসযাত্রা উপলক্ষে ছাত্রদল নেতাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৫, ৬:০৯:৩৭ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের পাশাপাশি গোটা বিশে^ জাতীয়তাবাদী আদর্শের সৈনিকর আন্দোলন সংগ্রাম করেছেন। তাই বিশে^র যেকোন প্রান্তে থেকেও গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের সব সময় সোচ্ছার থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ আলীর জার্মান প্রবাসযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ভাতগাও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জার্মানগামী সংবর্ধিত অতিথি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আলীকে ক্রেষ্ট প্রদান করেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ শাহ সৈয়দুর রহমান, এস.এম ছমরু মিয়া, মহানগর বিএনপির বন ও পরিবেশ সম্পাদক এস এম আমজাদ, সাবেক সদস্য আনোয়ার হোসেন ময়না, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ, ভাতগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এস এম সেফুল, জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক সৈয়দ মনসুর আলী।
বক্তব্য রাখেন বিএনপি নেতা ডাঃ ফজলু খান, ছায়াদুর রহমান, ছালিক মিয়া, ছনা মিয়া, ফটিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল উদ্দীন মেম্বার, আলতাফ হোসেন, শামসুদ্দিন, বাবুল মিয়া, যুবদল নেতা আজাদ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান আবিদ, ছাত্রদল নেতা মিজানুর রহমান মামুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, ফুযায়েল বিন হাবিব, আকিল হোসেন, সালেহ আহমদ, ইজ্জাদুর রহমান ও মিলন প্রমুখ। বিজ্ঞপ্তি