প্রাথমিকের কর্মশালা শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৫, ৬:৩২:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষার কার্যক্রম প্রসারে যোগাযোগ ও সামাজিক সমাবেশন-এর জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা শুক্রবার থেকে সুবিদবাজারস্থ সিলেট পিটিআই এ শুরু হয়েছে।
সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য-ব্যবস্থাপনা-বিভাগের পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান এর উদ্বোধন করেন। এতে কর্মকর্তা, শিক্ষক, এসএমসি, পিটিএ, এনজিও প্রতিনিধি ও শিক্ষা গবেষকরা অংশ নেন। এক্সপ্রেশন লিমিটেডের পরিচালনায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে।