জিয়া ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালে সিলেট
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৫, ৭:১৯:৫৮ অপরাহ্ন
জিয়া ক্রিকেট টুর্নামেন্টে শুক্রবার দুপুর ১২টায় ঢাকার রুপগঞ্জের পিকেএসপি মাঠে সিলেট মুখোমুখি হয় খুলনা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খুলনা বিভাগকে ৩ উইকেটে হারিয়ে সিলেট বিভাগ সেমিফাইনালে যায়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন সিলেট দলের মেহেদী হাসান। দলের সাথে উপস্থিত ছিলেন সিলেট দলের ম্যানেজার জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলু, সহকারী ম্যানেজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাসেম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ক্রীড়া সংগঠক আরমান আহমদ। উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর সিলেটে আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবুজ দল ও লাল দলে খেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি