দক্ষিণ সুরমায় পার্টসের দোকানে আগুন
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৫, ৮:৩১:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় মোটর পার্টসের দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের ঝালোপাড়া এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকা-ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়লেও হতাহতের খবর পাওয়া যায়নি।
এব্যাপারে ফায়ার সার্ভিস আলমপুরের ফাইটার মামুন আহমদ জানান, বেলা সাড়ে ৩টার সময় আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর আমাদের ৬টি ইউনিট কাজ করে সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকটি মোটর পার্টসের দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে।