নগরী থেকে ডাকাত সর্দার সেলিম আটক
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৫, ৮:৩৪:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগর এলাকা থেকে ৭ মামলার পলাতক আসামী ডাকাত সর্দার ইসলাম উদ্দিন ওরফে সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে জকিগঞ্জ থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে সিলেট মহানগর পুলিশের আওতাধীন শাহপরান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন (৪৫) জকিগঞ্জের চারিগ্রামের (চানপুর) মৃত ফয়জুল হকের ছেলে।তার বিরুদ্ধে ৭টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না। ডাকাত ইসলাম উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।