৪০০ বস্তা চোরাই চিনিসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৫, ৯:৩২:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ৪০০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে শাহপরান থানার মুরাদপুর এলাকা থেকে এসব চিনি জব্দ করে পুলিশ। এসময় ট্রাক চালককে আটক করা হয়। আটককৃতের নাম মো. আলমগীর (৫৮)। সে চাঁদপুর জেলার শাহারাস্তী উপজেলার পাড়ানগর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে।শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার ভোররাত ৪টার দিকে শাহপরান থানার পুলিশের বিশেষ অভিযানে ৪০০ বস্তায় (১৯,৬০০ কেজি) ভারতীয় চিনি ও একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা। এসময় ট্রাক চালককে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরপূর্বক আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।