লন্ডনে সিলেট ফোক অনুষ্ঠানে যাচ্ছে `অগ্নিশিখা’
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৭:৩১ অপরাহ্ন

আগামী ১৭ই ফেব্রুয়ারি নন্দন আর্টসের আমন্ত্রণে লন্ডনের ব্রাডি আর্টস সেন্টার এ অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট লোক উৎসব “সিলেট ফোক ২০২৫”। এতে অংশ নিতে যাচ্ছে সিলেটের জনপ্রিয় লোক নৃত্যদল অগ্নিশিখা। সিলেটে বিগত দিনের লোক উৎসবগুলোতেও অগ্নিশিখা নৃত্য দল অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২দিন ব্যাপী হাছন উৎসব ২০২৪ অনুষ্ঠানের ১ম দিন ২০ ডিসেম্বর সন্ধ্যায় আগ্নিশিখা নৃত্য পরিবেশন করেন। আয়োজকদের পক্ষ থেকে তাদের বিশেষ সম্মাননা প্রদান করেন বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস। হাছন রাজার জনপ্রিয় ‘হাসন রাজায় কয়’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন বাঁধন দাস, মো: আমিনুর রহমান জুয়েল, রিমন আহমদ, নাজমুল হাসান, আরিফুল ইসলাম ও দেবু দাস অধিকারী। বিজ্ঞপ্তি