শীতার্ত মানুষের পাশে আইএফআইসি ব্যাংক আম্বরখানা শাখা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৬:৪৩:০০ অপরাহ্ন
সিলেটে অসহায় ও দুঃস্থ শীতার্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি আম্বরখানা শাখা। গত বৃহস্পতিবার আম্বরখানাস্থ শাখা কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও লামাবাজার উপশাখা, মেজরটিলা উপশাখা ও খাসদবির উপশাখায় পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ব্যাংক কর্মকর্তারা।
পৃথক শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি আম্বরখানা শাখা ব্যবস্থাপক আব্দুল মুনিম, সিএসএম অফিসার মাসুদা খানম, এলপিএম অফিসার আলী আহাদ চৌধুরী, অন্যান্য উপশাখার কর্মকর্তাদের মধ্যে মেজরটিলা উপশাখার অফিসার ইনচার্জ জাবেদ পারভেজ চৌধুরী, খাসদবির উপশাখার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. পাপন, লামাবাজার উপশাখার অফিসার ইনচার্জ মুশফিকা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক সেবা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও আইএফআইসি ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের শীতপ্রবণ অঞ্চলগুলোর দরিদ্র ও অসহায় মানুষেরা শীত মৌসুমে প্রচ- কষ্টের মুখোমুখি হন। বিশেষ করে যাদের কাছে শীত নিবারণের জন্য পর্যাপ্ত কাপড় বা আশ্রয় নেই, তাদের জন্য এই সময়টি চরম প্রতিকূল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে আইএফআইসি ব্যাংকের মতো প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ সেইসব অসহায় মানুষের জীবনে উষ্ণতার পরশ বয়ে এনেছে। আইএফআইসি ব্যাংকের এই মহতী উদ্যোগ দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও মানবিক কাজে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে। মানুষের প্রতি মানুষের এই ভালোবাসা ও সহযোগিতা আমাদের সমাজকে আরও মানবিক ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।