শান্তিগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৭:০৯:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:শান্তিগঞ্জে শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ধনপুর গ্রামে ধনপুর যুবকল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে ১৬০ জন অসহায়-হতদরিদ্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহ্নী, ধনপুর যুব কল্যাণ সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, অর্থ সম্পাদক, আবু সুফিয়ান রাহুল, সাংঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক কবীর হোসেন, সহ: সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, প্রবাসী বিষয়ক সম্পাদক সুমন আহমেদ প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।