ইরানে দুই বিচারককে গুলি করে হত্যা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৮:১৬:৫৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সুপ্রিম কোর্ট ভবনের বাইরে বন্দুকধারীর গুলিতে দুই বিচারক নিহত হয়েছেন। হামলার পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। দেশটির আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, শনিবার সকালে রাজধানী তেহরানে সন্ত্রাসী হামলায় ইরানের অভিজ্ঞ দুই বিচারক নিহত হয়েছেন। সূত্রের বরাতে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, সুপ্রিম কোর্টের তিন বিচারপতিকে টার্গেট করা হয়েছে। তাদের মধ্যে দুজন শহীদ হয়েছেন এবং একজন আহত হয়েছেন।
ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার জানিয়েছে, দুই আলেম বিচারক আলি রাজিনি এবং মোহাম্মদ মোকিসেহ বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গুলিতে শহীদ দুজন সাহসী বিচারক ছিলেন। যাদের গুপ্তচর, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের রেকর্ড ছিল।
প্রাথমিক তদন্তে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, হত্যাকারীর সুপ্রিম কোর্টে কোনো মামলা ছিল না বা তিনি আদালতের শাখায় উল্লেখ করা বাদী বা বিবাদীও ছিলেন না।