শাবিপ্রবিতে মেধাবীদের জন্য শিবিরের শিক্ষাবৃত্তি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৮:৪১:৫৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা। শনিবার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্রসমস্যার সমাধান’-এর অংশ হিসেবে শাবিপ্রবি শাখার উদ্যোগে ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ শীর্ষক এ কর্মসূচি চালু করা হয়েছে। এতে এককালীন দুই হাজার টাকা করে মোট একশত শিক্ষার্থীকে দুই লাখ টাকা প্রদান করা হবে।
এই শিক্ষাবৃত্তির জন্য শাবিপ্রবিতে স্নাতক ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যেসব শিক্ষার্থী অন্য কোনো সরকারি বা বেসরকারি শিক্ষাবৃত্তি গ্রহণ করেছেন, তারা আবেদন করতে পারবেন না। আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় দুই লাখ চল্লিশ হাজার টাকার বেশি হলে আবেদন অযোগ্য বিবেচিত হবে। আবেদন করতে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি। গুগল ফর্ম লিংক: https://forms.gle/RwR5jioGWBsS7UF99
শিক্ষাবৃত্তি বিষয়ে শাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, “এ উদ্যোগটি মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”