দোয়ারাবাজারে ইফা মডেল কেয়ারটেকার জিয়াউদ্দিনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৯:০০:৫১ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজারে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের দায়িত্ব প্রাপ্ত মডেল কেয়ারটেকার জিয়া উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে একাধিক ব্যক্তিদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক ভুক্তভোগীরা ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ পরিচালক ও উপ-পরিচালকের নিকট পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। উপজেলার আন্ধারগাঁও গ্রামের মাও: আবু তাহের মিছবাহ অভিযোগ পত্রে উল্লেখ করে বলেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন দোয়ারাবাজার শাখার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে দোয়ারাবাজার অফিসের সাধারণ কেয়ার টেকার হিসেবে চাকরি দেবে বলে ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারী ১৬,০০০ টাকা ২য় বার ৫০ হাজার টাকা নিয়েছে, সাত বছর যাবত চাকরি বা টাকা দেয়ার খবর নাই।
উপজেলার বহরগাও গ্রামের মো: ফজলুল হক অভিযোগ করে বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে মডেল কেয়ারটেকার মাও: জিয়া উদ্দিন সাধারণ গণশিক্ষা কেন্দ্রে চাকরি দিবে বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে, কয়েক বছর পেরিয়ে গেলেও চাকরি বা টাকা কিছুই দিচ্ছে না।
এছাড়াও উপজেলার শাহ আমল, এনামুল হক, সিরাজুল ইসলাম, রমজান আলী, সফি উল্লাহ, রাহিমুলসহ অনেকে অভিযোগ করে বলেন, গণশিক্ষা কেন্দ্রে চাকরি দিবে বলে মডেল কেয়ারটেকার মাও: জিয়া উদ্দিন ১০ হাজার করে নিয়েছে, নাম মাত্র মডেল কেয়ার টেকার হয়ে তিনি একের পর এক অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। এছাড়াও কর্মরত শিক্ষকদের বেতন জোর পূর্বক হাতিয়ে নেন এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে যা ক্রমেই আর্থিক দুর্নীতি ও চাঁদাবাজিতে রূপান্তরিত হয়েছে। এ ধরনের অসংখ্য অভিযোগের ভিত্তিতে দুর্নীতিবাজ মডেল কেয়ার টেকার মাও: জিয়া উদ্দিনের বিরুদ্ধে অফিস শৃঙ্খলা ভঙ্গজনিত শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি করছে ভুক্তভোগীরা।
ইসলাম ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক মোশাররফ হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মাও: জিয়া উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট একটি মহল আমাকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।