এমসি কলেজে আন্তঃমোহনা ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৯:১৬:৪২ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে আন্তঃমোহনা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার কলেজ মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন- কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, প্রফেসর মো. গিয়াস উদ্দিন, মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিকসন দাশ, মোহনার সিনিয়র সদস্য রাফসান, অরুপ দে, শাহীন, অনবদ্য সদস্য সায়েম আহমদ, সাবেক সভাপতি রাকিবুল হাসান রাফি, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাধারণ সম্পাদক লবীব আহমদ সহ মোহনার কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ।
এদিন উদ্বোধনী ম্যাচে দূরন্ত এক্সপ্রেস বনাম মোহনা সিক্সার্স মুখোমুখি হয়ে দূরন্ত এক্সপ্রেস ৩ উইকেটে জয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। আর পরের ম্যাচে দ্য চিতা বনাম সুপার রাইডার্স মুখোমুখি হয়ে সুপার রাইডার্স ৩০ রানে জয়ী হয়।
পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দ্য চিতা ৫ উইকেটে জয়ী হয়। আর ফাইনালে সুপার রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে দুরন্ত এক্সপ্রেস চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন প্রিতম। আন্তঃমোহনা ক্রিকেট টুর্নামেন্ট সুন্দরভাবে সফল করায় সকলকে ধন্যবাদ জানান মোহনার সভাপতি জুবায়ের আহমেদ রাকিব ও সাধারণ সম্পাদক তাহিন আহমদ। বিজ্ঞপ্তি